শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিক্ষার্থীদের কল্যাণে বর্তমান সরকার যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে তা বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সাড়ে ছয় শ' স্কুল পুড়িয়ে দিয়েছিলো।
তিনি আজ দুপুরে ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দরিদ্র শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার সুযোগ পায় সে জন্য সরকার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পযর্ন্ত বিনামূল্যে বই বিতরন করেছে।
মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরন করা হয়েছে। বিএনপি জামায়াতের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। অথচ আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আন্দোলনের নামে মানুষ হত্যা করিনি।
সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি সরদার মো: শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন প্রমুখ। এর আগে মন্ত্রী ঝালকাঠি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন