পূর্ব শত্রুতার জের ধরে নোয়াখালী জেলা শহরের দত্ত বাড়ির মোড়ে সিএনজি থেকে নামিয়ে নুরুল আমিন (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
পরে পুলিশ গুরুতর আহত আবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। নুরুল আমিন সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের জয়নাল আবদীনের ছেলে।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আমিন বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে দত্তবাড়ির মোড়ে আসলে সান্ত্রাসী বুলেট ও তার সহযোগিরা সিএনজি থেকে নামিয়ে কুপিয়ে জখম করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা (৬টায়) উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হচ্ছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা আনোয়ার হোসেন জানান, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে, এখনো কোন অভিযোগ আসেনি।
বিডি-প্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন