কুমিল্লার লাকসামের সাবেক সংসদ সদস্য, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ডাঃ রফিকুল হোসাইন (৮০) মঙ্গলবার বেলা দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহে .... রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়ে রেখে যান। বুধবার বেলা সাড়ে ১০টায় লাকসাম পাইলট হাই স্কুল মাঠে এবং সাড়ে ১১টায় লাকসামের ডুরিয়া বিষ্ণুপুর নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে মোঃ তাজুল ইসলাম এমপি, সাবেক এমপি কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূইয়া, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন