কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আব্দুল খালেক (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটক আব্দুল খালেক হোয়াইক্যং ইউনিয়নের কা›জরপাড়া এলাকার মৃত বেচা আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গরবার বিকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আব্দুল খালেককে আটক করা হয়।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব