সিরাজগঞ্জ শহরের মাদকপল্লী খ্যাত মাহমুদপুর মহল্লায় র্যাব-১২’র সদস্যরা অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার হেরোইনসহ দুই ভাইকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- মাহমুদপুর মহল্লার আব্দুল হাইয়ের ছেলে সাইদুর প্রামানিক (৩০) ও আব্দুল কাদের (২৮)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্পের ডিএডি ইলিয়াছ আলী সন্ধ্যায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাহমুদপুর মহল্লার সাইদুর প্রামানিকের বাড়ীতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুই ভাইকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুই ভাইয়ের কাছ থেকে ৪২ গ্রাম হেরোইন ও তিনটি মোবাইল ফোন উদ্ধার কার হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন