ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক ২ জনসহ মোট ৭ আসামিকে গ্রেফতার করেছে। গতকাল দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা হলেন দিঘলগাঁওয়ের বাসিন্দা সেলিম ও আবুল কালাম। আর জুয়া খেলার অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন আটানী বাজারের আব্দুর রহমান , মতিন, মালতীপুরের মনির, মামুন, রুবেল।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক এসআই সাইদুল জানান, জুয়া খেলারত অবস্থায় পাড়াটঙ্গীর একটি বাসা থেকে ৫জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল তারা একটি ভাড়া নিয়ে কিছুদিন যাবৎ জুয়া খেলা পরিচালনা করে আসছিল।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, গ্রেফতারকৃত ৫ জুয়াড়ির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে ।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ