সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা করা হয়েছে। বুধবার বিকেলে সলঙ্গার চরিয়াশিকা এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১২ এর সদস্যরা।
আটককৃতরা হলেন মাদলা পশ্চিম পাড়া গ্রামের নুরুল ফরাজীর ছেলে বাবুল আক্তার (৩৫) ও সদর থানার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত শেখ ফরিদের ছেলে বাবু (২২)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি ইলিয়াছ আলী জানান, গোপন সংবাদের চরিয়াশিকা গ্রামের আজম আলী সরকারের বাড়ির কাছে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন, ১শ’পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও ২টি মোবাইলসেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব