বগুড়ার সোনাতলা উপজেলায় মাদ্রাসার কমনরুমে ফাজিল (ডিগ্রী) ২য় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছেমাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল করিম (৬২) এর বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে অধ্যক্ষ ও ছাত্রীকে আটক করে রাখে শিক্ষক শিক্ষার্থীরা। পরে তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাতলা সিনিয়র আলীম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা জানিয়েছে, মাদ্রাসার কমনরুমে অধ্যক্ষ মাওলানা ফজলুল করিম (৬২) ও ওই মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ছাত্ররা শিক্ষকদের জানায়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের তালাবদ্ধ করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে অধ্যক্ষও ছাত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
অধ্যক্ষ ফজলুল করিম সোনাতলা সদরের আগুনিয়াটাইড় গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে।
এ ঘটনার পর অধ্যক্ষ ফজলুল করিমের শাস্তির দাবিতে মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
সোনাতলা থানার ওসি আব্দুল মোতালেব বলেন, থানায় মামলা হচ্ছে। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব