লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সাবেক স্টোর কিপার মো. মহি উদ্দিন নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা একই হাসপাতালের এক্সেরে টেকনিশিয়ান সাখাওয়াত উল্লাহ গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় রায়পুর ঢাকা মহাসড়কের রাখালিয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।
নিহত মহি উদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সাহেবগঞ্জ গ্রামের মৃত হাছানুজ্জামানের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া, আহত সাখাওয়াতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব