দীর্ঘ সাড়ে ৯ মাস কারাবাসের পরে ৩৬ মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে মাদারীপুর-৩ আসনে বিএনপি'র তৃণমূল নেতাকর্মী সমর্থকদের উজ্জীবিত করতে ইউনিয়ন পর্যায়ে চলছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের দলীয় কর্মসূচি। এ উপলক্ষে বিএনপি'র উদ্যোগে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন, কালকিনি উপজেলার আলিনগর এলাকার কালিগঞ্জ বাজার ও এনায়েতনগর এলাকার ফাঁসিয়াতলা বাজারে ব্যাপক কর্মী সমাগমের মধ্য দিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের নেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মেহেদি হাসান মিন্টু ও ফাঁসিয়াতলা বাজার সভার সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি জিন্নাত আলী সরদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, উপজেলা বিএনপি'র সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, পৌর বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সান্টু, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আজাদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোসারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আ. হাই, সাধারণ সম্পাদক সিকদার মুহাম্মদ মামুন, পৌর ছাত্রদলের সভাপতি কাওছার হোসেন নান্না, কলেজ ছাত্রদলের সভাপতি ইকরামুল ইসলাম লিটনসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ