স্বাধীন বাংলার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ.স.ম আব্দুর রব বলেছেন, “আমরা ভৌগলিক ও রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, কিন্তু আমরা দেশের ভিতরে গোলাম ও ক্রীতদাস হয়ে আছি।''
তিনি বলেন, ''বর্তমান সরকার সারা বিশ্বে দেশকে জঙ্গিবাদী দেশ হিসেবে পরিচয় করে দিয়েছে। প্রতিদিন জঙ্গি ধরে, জঙ্গি মারে এবং জঙ্গির কাছ থেকে অস্ত্র উদ্ধার করে। এত জঙ্গি থাকা অবস্থায় সারা বিশ্বের মানুষ মনে করছেন দেশটাই জঙ্গি দেশে রূপান্তরিত হয়ে গেছে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর জেলা সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেএসডি সভাপতি সরকারের সমালোচনা করে আরও বলেন, “দেশে শাসন ব্যবস্থা নেই, রাজনৈতিক, গণতান্ত্রিক ও ভোটের অধিকার কোনো কিছুই সুরক্ষা করা সম্ভব হচ্ছে না, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে।”
জেলা জেএসডির সভাপতি জগদীশ চন্দ্র সাহার সভাপতিত্বে এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, বিকাশ চন্দ্র সাহা, জেএসডি নেতা আবুল হাশেম মোল্লা, আবুল মোতালেব, সাধারণ সম্পাদক মো. নিরব, আবু সাইদ মোহন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব