হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শুক্রবার সকালে সুন্দ্রাটিকি গ্রামে গিয়ে নিহত চার শিশুর প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, নৃশংস এই ঘটনাটি যারা ঘটিয়েছে তারা কেউ পার পাবে না। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অবহেলার অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ