ময়মনসিংহের ভালুকায় দুই হাজার ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং দেশিয় আস্ত্রসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাঁজা গ্রামের ঢেওয়াতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী নেতৃত্বে এসআই ফাইজুর ও এএসআই রূপন চন্দ্র সরকারসহ একদল পুলিশ ওই এলাকার একাব্বর আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় একাব্বর আলীর ছেলে জাকির হোসেন (২৫) ও একই এলাকার চেচুয়ামোড়ের মৃত ছলিম উদ্দিনের ছেলে জামালকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে দুই হাজার ২১ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মডেল থানার সেকেন্ট অফিসার এসআই ফাইজুর রহমান বাদি হয়ে গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও উভয়ের বিরুদ্ধে মাদক আইনে অপর একটি মামলা দায়ের করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন-অর-রশিদ জানান, গ্রেফতারকৃত জামালের বোন একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি রোকেয়া মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। সে গাজীপুরের মাওনা এলাকায় অবস্থান করে ইয়াবা ব্যবসা করে। রোকেয়ার কাছ থেকে জামাল ও জাকির ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব