রাজশাহীর বাগমারার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সালেহা ইমারত ফাউন্ডেশন।
শনিবার উপজেলার নিউমার্কেট মিলানায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. অলীউল আলম, বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন