১৬২ বছরের গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্যকে ধারন করে বগুড়া জিলা স্কুলের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৩য় বারের মত পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রাক্তন শিক্ষার্থীদের বর্নাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। নেচেগেয়ে র্যালিতে অংশগ্রহণ করেন স্কুলের নবীন ও প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীরা। বর্তমান শিক্ষকবৃন্দও র্যালিতে উপস্থিত ছিলেন।
১৯৭২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান জানান, বগুড়া জিলা স্কুল মাঠে সকাল সাড়ে ৮টায় এ্যাসেম্বলী ও পূনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ১৯৫৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয়া প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। দিনব্যাপি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মিলন মেলা, স্বাগত ভাষণ, শোকপ্রস্তাব, স্মৃতিচারণ, মুক্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কেএম খালেদ, মহাসচিব ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মসিউর রহমান মন্টু, ডা: সামির হোসেন মিশু, ডা: মামুনুর রশিদ মিঠু, পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান, জিলা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক রমজান আলী আকন্দসহ প্রাক্তন শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন