মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে পারিবারিক কলহের জেরে ভাগ্নের হাতে ২ মামা খুন হয়েছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরেক মামাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটে।
নিহতর হলেন আজিজ মোল্লা (৫৫) ও তার চাচাতো ভাই টেন্ডা মোল্লা (৫০)। এছাড়া আহত ব্যক্তির করিম মোল্লা (৪৭)। তাকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।
এলাকাবাসী জানায়, আজিজ মোল্লার সঙ্গে তার বোনের ছেলেদের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টা নিষ্পত্তির জন্য রবিবার সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। এরই জের ধরে সকালে বোনের ছেলে তার দলবল নিয়ে এসে আজিজ মোল্লা, টেন্ডা মোল্লা ও করিম মোল্লাকে এলোপাতাড়ি কোপায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুজন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরেক জনের মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর সার্কেলের এএসপি এস এ নেওয়াজি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ দু’টি উদ্ধার করার জন্য সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব