খাগড়াছড়িতে আওয়ামী লীগের দু’পক্ষের সমর্থকরা পৃথক পৃথকভাবে একুশের প্রভাতফেরি লি বের করে। আজ রবিবার সকাল সাড়ে ৮টায় প্রথম র্যালিটি বের করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমের সমর্থকরা। র্যালিটি খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শফিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে, সভাপতি ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থিতরা জেলা পরিষদের বিশ্রামাগার এলাকা থেকে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। পরে শাপলা চত্বরের দিকে আসতে চাইলে পুলিশ জেলা বিএনপির কার্যালয়ের সামনে তাদের আটকে দেয়। এসময় দলীয় কার্যালয়ে কর্মসূচি শেষে মো. জাহেদুল আলমের সমর্থিতরা শাপলা চত্বর অতিক্রমকালে এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুনরায় এমপি সমর্থিতরা দলীয় কার্যালয়ের সামনে এসে ইতিপূর্বে সাটানো বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছুড়ে ফেলে দেয়। এসব ব্যানার ফেস্টুনে ছিল বিএনপি’র সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার সঙ্গে খাগড়াছড়ির বর্তমান এমপির নানা চিত্র। এমপি সমর্থিতরাও দলীয় কার্যালয়ের সামনে আরেকটি জাতীয় পতাকা উত্তোলন করে। দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও পাজেপ সদস্য মংসাপ্রু চৌধুরী অপু। পুলিশ গত শনিবার থেকে দলীয় কার্যালয় তাদের দখলে নিয়েছে। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবির পর দলীয় কার্যালয়ে তালা ঝুলছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ