লক্ষ্মীপুর জেলা যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুকে আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামাল রিপনকে ১ম যুগ্ম আহবায়ক ও মো. বায়েজিতকে ২য় যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি শনিবার সন্ধ্যায় অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটি। আজ রবিবার সকালে নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যুবলীগের নেতা কর্মীরা। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এই কমিটি অনুমোদন করেন বলে জানিয়েছেন নবগঠিত কমিটির আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ