আবারও চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর মিয়াপাড়ায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুভরি স্বর্ণালংকারসহ কাঁসা-পিতলের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ ভোররাত ৩টার দিকে রাজারামপুর মিয়াপাড়া মহলস্নার শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা দুখু ডাক্তারের বাড়িতে। মুখোশ পরিহিত ৬-৭ জনের ডাকাত দল দরজা ভেঙ্গে ধারালো অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ফেলে। পরে একজোড়া স্বর্ণের বালাসহ বাড়ির ব্যবহার্য কাঁসা-পিতলের থালাবাসন নিয়ে যায়।
তবে সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনাটি ডাকাতি না বলে চুরি বলে জানান।
উল্লেখ্য, সম্প্রতি শহরের নয়াগোলায় এর আগেও আরও এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতিসহ দুটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ