একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ।
রাত ১২টা ১ মিনিটে মেহেরপুর মেহেরপুরের শহীদ সামুসজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা ও দায়রা জজ রবিউল হাসান, পুলিশ সুপার হামিদুল আলম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর পৌর কলেজের পক্ষে অধ্যক্ষ একরামুল আযীম, অরনীর সভাপতি নিশান সাবের, মেহেরপুর নিউজের চেয়ারম্যান পলাশ খন্দাকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ