ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সকাল বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কিরণ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে, শনিবার রাত ৮টার দিকে ওই এলাকায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে ৩০ জন।
নিহত কিরণ মিয়া উপজেলার বেপারীপাড়া গ্রামের তেলহা মিয়ার ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, শনিবার রাতে উপজেলার বেপারীপাড়ার আবু বক্কর রকেট ও মালিগাঁও গ্রামের নান্নু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব