শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে মাগুরা জেলার শালিখা উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টার পরপরই শালিখা উপজেলা ছাত্রলীগ সভাপতি কুতুব উদ্দিন ও অপর ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের সমর্থকদের এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ওই দুই নেতা ও তার সমর্থকরা প্রথমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ তাদের সামান্য লাঠি পেটা করে তাদের নিবৃত্ত করে। এ ঘটনার কিছুক্ষণ পর উভয় গ্রুপ শহীদ মিনারের অদুরে লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগের সভাপতি কুতুব, শিমুলসহ ১০ জন নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
ছাত্রলীগের কয়েক জন কর্মী জানায়, কমিটি গঠন নিয়ে বর্তমান সভাপতি কুতুব উদ্দিন ও সভাপতি পদের অপর প্রার্থী ছাত্রলীগ নেতা মোজাহারের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। যার সূত্র ধরেই এ সংঘর্ষ হয়েছে।
এ বিষয়ে শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন বলেন, শহীদ মিনারে ফুল দেবার সময় মোজাহারের নেতৃত্বে একদল যুবক তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে তাদের আহত করে।
অপর গ্রুপের নেতা মোজাহার অভিযোগ করেন, ফুল দেবার সময় তাদের উদ্দেশ্যে করে উসকানিমূলক নানা বক্তব্য দেয়ায় মোজাহারের সমর্থকদের সাথে তার সমর্থকদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে তারা কাউকে আক্রমণ করেননি।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান বলেন, শহীদ মিনারে ফুল দেবার সময় কিছু উৎশৃঙ্খল যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এসময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে সেখানে গুলি বর্ষণ কিংবা বড় ধরনের সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব