মেহেরপুর-মহাজনপুর সড়কের নুরপুর গ্রামে একটি মিনি ট্রাক থেকে ৭৪০ পিস ভারতীয় কাপড়সহ ২ জনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত কাপড়ের মূল্য আনুমনিক ২০ লাখ টাকা।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর আইসি ক্যাম্পের এস আই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন ট্রাকের চালক মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে স্বপন হোসেন এবং তার সহকারী একই উপজেলার বল্লবপুর গ্রামের আখের আলীর ছেলে শরিফুল।
মেহেরপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নুর মোড়ে আগে ওঁৎ পেতে থাকে। এসময় ওই মিনি ট্রাককে থামিয়ে তল্লাশি করে ট্রাক থেকে ভারতীয় ৭৪০ পিস ভারতীয় কাপড় আটক করা হয়। এর মধ্যে থ্রিপিস, শাড়ি ও লেহেঙ্গা রয়েছে। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব