একুশের প্রথম প্রহরে যশোরে শহীদ মিনারে বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে সরকারি এমএম কলেজের বিভিন্ন বর্ষের ১০ ছাত্রকে আটক করেছে পুলিশ।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এমএম কলেজের শহীদ আসাদ হলে অভিযান চালিয়ে ১০ ছাত্রকে আটক করা হয়। এসময় ১০টি বোমা, ১০০ গ্রাম গান পাউডার, ২০টি জালের কাঠি, লোহা কুচি ১০০ গ্রাম, কাচের টুকরো, ৭ টি লোহার রড, লাঠি এবং ১৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকরা হলেন— ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়া এলাকার জেডএ বিজয় (২২), মহেশপুর উপজেলার ডালভাঙ্গা এলাকার এএম আকাশ (২২), মাগুরার শালিখা উপজেলার নাঘোপা এলাকার মহিদুল ইসলাম (১৯), যশোরে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকার রকি (২২), একই এলাকার সুমন হোসেন (২১), খুলনার আড়ংঘাটা এলাকার মিথুন সরকার (২৬), শার্শা উপজেলার নহিহাটি এলাকার রাশে মিয়াজী (২৮), যশোর সদরের বাহাদুরপুর এলাকার গাজী হাসান (২৮), ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি এলাকার শাহিন (২২) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকার তিতাস মিয়া (২৩)। তারা সবাই সরকারি এমএম কলেজের বিভিন্ন বর্ষের ১০ ছাত্র।
প্রসঙ্গত, একুশের প্রথম প্রহরে যশোর এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান। তারা নেমে যাওয়ার পরপরই শ্রদ্ধা জানাতে বেদীতে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় শহীদ মিনারের উত্তর পাশে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব