ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সরকারি বিধিমালা উপেক্ষা করে নির্মানাধীন ১১নং আমতৈল ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স জনস্বার্থে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। আজ রবিবার দুপুরে প্রেসক্লাব ময়মনসিংহে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও লিমরা গ্রুপের চেয়ারম্যান আব্দুল হান্নান, অ্যাডভোকেট তোফায়েল আহম্মেদ সুজন, হারেজ তালুকদার, ব্যবসায়ী মাও. মো. আকরাম, মেজামুল হক প্রমূখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আদালতে মামলা বিচারাধীন থাকার পরও বর্তমান চেয়ারম্যান জনস্বার্থ উপেক্ষা করে নিজের পছন্দমত ব্যক্তি মালিকানাধীন স্থানে ইউপি ভবন নির্মানের কাজ শুরু করেছেন। অথচ সরকারি বিধি অনুযায়ী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউপি ভবন কমপ্লেক্স নির্মাণ করার বিধান রয়েছে।
সংবাদ সম্মেলনে মামলার বাদী মেজাবুল হক জানান, আদালত বিবাদী পক্ষকে শোকজ করলে তারা সময় প্রার্থনা করে আদালতকে জানায় যে, বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ইউপি চেয়ারম্যান শফিক আদালতকে মিথ্যা তথ্য দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ