মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল দেন জেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। জেলা প্রশাসক মাহাবুবর রহমানের নেতৃত্বে আজ রবিবার সকাল ৭টায় বের হয় প্রভাতফেরী। প্রভাত ফেরি শেষে সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা শিল্পকলার আয়োজনে আবৃত্তি, শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে এ উপলক্ষ্যে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে শনিবার সন্ধ্যা থেকে শুরু হযেছে ৫ দিনব্যাপী বইমেলা ।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ