ফেনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকে ভাষা শহীদ সালামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার সালাম নগরে হাজারো মানুষের ঢল নামে। রবিবার সকাল ১০টায় ভাষা শহীদ সালামের ভাই আবদুল করিম, জেলা প্রশাসক আমিন উল আহসান বাড়ির সামনে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, একুশের প্রথম প্রহরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, ফেনী প্রেস ক্লাব, ফেনী সরকারি কলেজ, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে, সালামের বাড়ির সামনে সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিন উল আহসান, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম, ভাষা শহীদ আবদুস সালামের ভাই আবদুল করিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক আমিন উল আহসান বলেন, আগামীতে সালামের বাড়ির সামনে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে। ভাষা শহীদদের প্রতি মানুষের এরকম শ্রদ্ধা দেখে আমি অভিভূত হয়েছি। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ।
বিডি-প্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা