নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় আজ রবিবার ছুরিকাঘাতে আহত হয়ে কলেজছাত্র হারুনুর রশিদ (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে নেত্রকোনা সরকারি কলেজে অনার্সে পড়তো। তার বাড়ি পোগলা ইউনিয়নের সুনুই গ্রামে। এ ঘটনায় পুলিশ সেতু নামের একজনকে আটক করেছে। তবে ঘটনার কারণ জানা যায়নি।
কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান, আজ রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ির পাশেই হারুনুর রশীদকে একই গ্রামের সুরজ আলীর ছেলে সেতু (২২) ছুড়িকাঘাতে আহত করে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেতু নামের একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্ত সম্পন্ন করে কলমাকান্দায় নিয়ে আসা হবে।
এদিকে এলাকাবাসী জানান, অভিযুক্ত সেতু মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত শনিবারও অনেককে মারধর করেছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ