ঝিনাইদহে শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ বাদশা লস্কর (৪৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বেসপুর গ্রামের মিলনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক বাদশা লস্কর বেসপুর গ্রামের চাঁদ আলী লস্করের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, বাদশা লস্কর দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একটি এসএমজি, একটি দোনলা শুটার গান ও ১০৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব