হাকিমপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ বাছিয়া খাতুন (৬০) নামে এক নারীকে আটক করেছে বিজিবি।
আটক বাছিয়া দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তবর্তী এলাকা চেংগ্রামের মো. বেলায়েত হোসেনের স্ত্রী।
মঙ্গলবার ভোর ৪টার দিকে হাকিমপুরের হিলি সীমান্তবর্তী এলাকা চেংগ্রামের মো. বেলায়েত হোসেনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটলিয়নের অপস্ অফিসার মেজর এম আশরাফ পিপিএম জানান, বিজিবির দিনাজপুর জেলার হাকিমপুর হিলি সীমান্তবর্তী চেংগ্রাম এলাকায় মো. বেলায়েত হোসেনর বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির এক ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়। বাড়ির মালিক বেলায়েত বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বাড়ির মালিকের স্ত্রী বাছিয়া বেগমকে আটক করা হয়েছে।
একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী দল মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে এনে রাখে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে বিজিবি জানায়।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা