দিনাজপুর-রংপুর মহাসড়কে কোচ-ভটভটি সংঘর্ষে ভটভটি চালক রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. নওশাদ আলী (৩০) ও রাজু (২২) নামের ভটভটির দুই যাত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভুষিরবন্দর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কাহারোল উপজেলার সুন্দরপুর ইউপির মৃত শামসুল আলমের ছেলে। আহত মো. নওশাদ আলী একই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও রাজু আহম্মেদ একই গ্রামের বদর আলীর ছেলে।
ওই মহাসড়কের হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহ্ঙ্গাীর আলম বলেন, দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভুষিরবন্দর নামক স্থানে ঠাকুরগাঁও অভিমুখি হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ বিপরিতমুখি ভটভটিকে ধাক্কা দিলে এই হতাতের ঘটনা ঘটে। আহত দু’জনকে দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা