কুমিল্লার লাকসামে শিশু মো.হোসেন (১০) নারিকেল গাছ থেকে পড়ে মারা যায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, হোসেনের সহপাঠী রমজান আলী রাজুকে (১২) মঙ্গলবার পুলিশ আটক করেছে।
লাকসাম থানা পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে রাজু জানায়, শনিবার সন্ধ্যায় হোসেনসহ গ্রামের একটি নারিকেল গাছের নারিকেল পাড়তে যায়। এ সময় মো. হোসেন গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। হতভম্ব সহপাঠী রাজু মো.হোসেনের পকেট থেকে হোসেনের মোবাইল ফোনটি নিয়ে তাকে টেনে ডোবায় ফেলে দিয়ে বাড়ি চলে যায়। বাড়ি ফিরে রাজু তার মাকে ঘটনাটি জানায়। রাজুর মা বিষয়টি কাউকে না জানিয়ে পরের দিন সন্ধ্যায় মো.হোসেনের মাকে নিয়ে খুঁজতে খুঁজতে ওই ডোবার নিকট গিয়ে হোসেনের লাশটি দেখায়। পরে লাকসাম থানা পুলিশ হোসেনের লাশ উদ্ধার করে। আটককৃত রাজুৃকে মঙ্গলবার কুমিলার আদালতে প্রেরণ করা হয়েছে। রাজু একই গ্রামের এনায়েত উল্লাহর ছেলে।
কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, রবিবার সন্ধ্যায় হোসেনের লাশ উদ্ধার করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল মোবাইল ফোনের জন্য তাকে হত্যা করা হয়েছে। পরে তার সহপাঠী রাজুকে আটকের পর সে জানায় হোসেন নারিকেল গাছ থেকে পড়ে মারা গেছে।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা