বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি দাখিল পরীক্ষা কেন্দ্র অসদুপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রওশন আরা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজ সেবা অফিসার মো. মঞ্জুরুল হাসান আজ মঙ্গলবার তিন শিক্ষককে বহিষ্কার করেন।
বহিষ্কার হওয়া শিক্ষকরা হলেন: গুলজিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আব্দুল কাদের, খনিরখন্ড দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুর রাজ্জাক ও মোরেলগঞ্জ সদরের লতিফিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাইদুর রহমান বিএসসি।
দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব সুপার মাওলানা ফখরুল ইসলাম জানান, আজ ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার দায়ে ওই তিন শিক্ষককে বহিষ্কার ও হোগলপাতি হাজী নুর উদ্দিন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল হালিমকে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা