ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ত্রবাজ সন্ত্রাসীর আনাগোনা বেড়ে গেছে- এমন অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিবাদে একটি বাজারের দোকানপাটও বন্ধ রাখা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দৈবজ্ঞহাটি বাজারের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেন। এ সময় অবিলম্বে অস্ত্রবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সভায় ব্যবসায়ী নেতা মফিজুর রহমান, মিজানুর রহমান ডিয়ার, গিয়াস মল্লিক, মিজানুর রহমান মিলন, ডা. মিন্টু ও মো. শামীম বক্তৃতা করেন। দৈবজ্ঞহাটি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সূজা উদ্দিন সূজা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে মহড়া দিয়েছে এমন অভিযোগে এই সভা করা হয়।
ক্ষুব্ধ ব্যবসায়ীরা সূজা উদ্দিনকে আটকের দাবিতে সোমবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাজারের সকল দোকান বন্ধ রাখেন। আজ দুপুর ২টায় থানার ওসি মো. রাশেদুল আলমের হস্তক্ষেপে দোকান পাট খুলে কর্মসূচি প্রত্যাহার করেন ব্যাসায়ীরা। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান মো. শহিদুল ফকির জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দৈবজ্ঞহাটিতে বহিরাগত অস্ত্রবাজ সন্তাসীদের আনাগোনা বেড়েছে।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ