দীর্ঘ ২০ বছর পর বুধবার ফেনী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
সম্মেলনের বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীসহ যুবলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
১৯৯৭ সালে জেলা যুবলীগের সম্মেলন হওয়ার পর এই জেলায় যুবলীগের আর কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি। মাঝে দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা