সিরাজগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শামীম রেজা (২২) নামে এক কলেজ ছাত্রকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজং চাম্বু গং এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শামীম রেজা সদর উপজেলার শালুয়াভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী।
সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, সকালে সদর উপজেলার মুনসুমী গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রী শালুয়াভিটা আলিয়া মাদ্রাসায় যাবার পথে কলেজ ছাত্র শামীম তাকে জড়িয়ে ধরে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে শামীমকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ