মৌলভীবাজারের রাজনগর উপজেলার দাশটিলা গ্রাম থেকে রায়না বেগম (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) দুপুর ১১টায় রাজনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দাশটিলা গ্রামের আব্দুল মন্নানের মেয়ে রায়না বেগমের লাশ স্থানীয়রা সকাল ৮ টার দিকে বাড়ির পাশের নিম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ