বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় কল্যাপাড়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র আবির হোসেন (১০) নিহত হয়েছে। আবির হোসেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের রাহেল হোসেনের ছেলে।
সকাল ৯টার দিকে সাইকেলযোগে খালার বাড়ি যাওয়ার পথে সাতরুখা সড়কে কুকুরের সঙ্গে সাইকেলের ধাক্কা লেগে আবির পড়ে যায়। এ সময় দ্রুতগামী ট্রাক আবিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাকটি জনতা আটক করে পুলিশ খবর দেয়।
বগুড়ার কাহালু থানার এস আই শরিফুল ইসলাম জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ