বিনা টিকেটে রেলভ্রমন করার অপরাধে মঙ্গলবার দুপুরে লালমনিরহাটে ৩০জন যাত্রীকে জরিমানা করে রেলওয়ের ভ্রাম্যমান আদালত। লালমনিরহাট স্টেশনে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগ আদালত পরিচালনা করে। এ সময় বিনা টিকেটে ট্রেনে ভ্রমন করার অপরাধে ৩০জন যাত্রীকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহী বিভাগীয় চীফ স্টেট অফিসার ড. আব্দুল মান্নান তাদের প্রত্যেককে ১৪৫টাকা করে জরিমানা করেন। এ সময় রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় স্টেট অফিসার ওয়াহেদুন্নবী, বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমানসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে লালমনিরহাট ও পার্বতীপুর রুটে রেলওয়ে পোষ্য এবং রেল স্টাফ পরিচয় দিয়ে যাত্রীরা বিনা টিকেটে রেলভ্রমন করে আসছে বলে অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ