লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলের দুইটি উপজেলার আটটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে নিবার্চন কমিশনের এ সংক্রান্ত একটি আদেশ লালমনিরহাটে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।
দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ হাতীবান্ধার বারোটি ও পাটগ্রামের আটটি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার পাটগ্রামের সাতটি ও হাতীবান্ধার একটি ইউনিয়নের নিবার্চন স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া ইউনিয়নগুলো হচ্ছে, পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি, জগতবেড়, পাটগ্রাম, বাউড়া, জোংড়া, শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়ন এবং হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে পাটগ্রামে অবস্থান ৫৫টির। এর মধ্যে ১৯টিতে কোনো জনবসতি নেই। বাকি ৩৬ টিতে লোকসংখ্যা প্রায় নয় হাজার ৬ শত ৪৫ জন। উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে সাতটির সাথে যুক্ত রয়েছে এসব বিলুপ্ত ছিটমহল। অন্যদিকে হাতীবান্ধার ১২ টি ইউনিয়নের মধ্যে শধুমাত্র গোতামারীতে পড়েছে দুইটি বিলুপ্ত ছিটমহল। আর অবশিষ্ট ২ টি ছিটমহল সদর উপজেলায় রয়েছে ।
আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সবকটি ইউনিয়নে ভোট গ্রহনের তফসীল ঘোষণা করে নিবার্চন কমিশন। ফলে সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করলেও ভোটধিকার নিয়ে শংকায় ছিল বিলুপ্ত ছিটমহলবাসীরা।
লালমনিরহাট জেলা নিবার্চন কর্মকর্তা ফজলুল করিম বলেন, মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের ২০ টি ইউনিয়নের মধ্যে ৮ টিতে দ্বিতীয় ধাপে ভোট গ্রহন হচ্ছে না বলে আদেশ পেয়েছি। এরমধ্যে পাটগ্রামের ছিটমহল সংশ্লিষ্ট সাতটি ও হাতীবান্ধা একটি ইউনিয়ন রয়েছে। বাকিগুলোতে আগামী ৩১ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ