পাবনার সাথিয়ায় গোপন বৈঠক করার সময় দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে সাথিয়ার ফকিরপাড়া থেকে থাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সাথিয়ার গৌরীগ্রাম ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আবুল কালাম আজাদ (২৭) ও ধূলাউরি ইউনিয়ন ছাত্র শিবিরের নেতা নাজমুল হক (২৪)। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ জিহাদী বই সিডি ও চাদা আদায়ের রশিদ ও রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটর সাইকেল জব্দ করা হয়।
সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজ সকালে ১১টার দিকে সাথিয়ার ফকির পাড়ায় একটি গোপন বৈঠক করছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে সেখানে সেখানে গিয়ে পুলিশ দুই শিবির নেতাকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ