ডিজিটাল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মাদারীপুরের কালকিনি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের উদ্বোধন উপলক্ষে উপজেলা চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন।
এর আগে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম উপজেলা স্কাউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, কালকিনি সৈয়দ আবুল কলেজ হোস্টেল ও আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, শশিকর শহিদ স্মৃতি মহা বিদ্যালয়ের আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনসহ শশিকর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ