মাগুরায় উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। মনোনয়নপত্র জমাদান বিকাল ৫টা পর্যন্ত চলবে।
৩১ মার্চ মাগুরা সদরের ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন দলের প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় সদর উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশ ছিল নেতাকর্মী সমর্থকের ভিড়ে মুখরিত। মাগুরার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত নারী মেম্বর পদে প্রায় ২০০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ