মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হোক প্রিয়জন্ম এই স্লোগান নিয়ে স্বাধীনতার মাস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের নাট্যমেলা। নাট্যমেলার প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় নাট্যকার আজাদ আবুল কালামের রচনা ও নির্দেশনায় এবং ঢাকার প্রাচ্যনাট্য’র প্রযেজনায় মঞ্চস্থ হয় নাটক ‘সার্কাস সার্কাস’।
সপ্তাহব্যাপী এই নাট্যমেলাকে ঘিরে বিরাজ করছে উৎসব আমেজ। এখানে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের নাট্যোৎসবেরে প্রথম নাটক এটি।। লৌহজং ঘোড়দৌড় পুরনো উপজেলা কমপ্লেক্স মাঠের মঞ্চে সন্ধ্যায় নাটক শুরু হওয়ার সাথে সাথে মানুষের ঢল নামে । বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য উপজেলা আওয়ামী লীগ এই উৎসবের আয়োজন করেছে জানিয়ে আয়োজক লৌহজং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ শিকদার ।
মঙ্গল প্রদীপ জ্বেলে সন্ধ্যায় নাট্যমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ মহিউদ্দিন।
গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই নাট্যমেলা চলবে আগামী সোমবার পর্যন্ত । মেলায় মঞ্চস্থ হবে সময়ের প্রয়োজনে,বৌবসন্তি, পায়ের আওয়াজ পাওয়াযায়, কালরাত্রি, লাল জমিন ও মুজিব মানেই মুক্তি নামের সাতটি নাটক। আয়োজনে অংশ নিয়েছে জাতীয় পর্যায়ের ৭ নাট্য সংগঠন।
গ্রাম পর্যায়ে এমন আয়োজনে বেজায় খুশি এই অঞ্চলের সাধারণ মানুষ। বর্তমান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা ও গ্রাম পর্যায়ের মানুষদের মাঝে স্বাধীনতা সঠিক ইতিহাস ছড়িয়ে দেয়া লক্ষে এই অয়োজন এমনটা জানালেন আয়োজক লৌহজং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ শিকদার ।
স্বাধীনতার মাসে জাতীয় পর্যায়ের নাট্যসংগঠনের মুক্তিযুদ্ধের আলোচিত এই মঞ্চ নাটকগুলো সাধারণ মানুষের মনে স্বাধীনতার আলো ছড়াবে এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ, ২০১৬/ রশিদা