চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামে বাবা ও ছেলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ছেলে রফিকুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে।
রবিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রফিকুল ইসলাম উপজেলার ধান্যখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, শনিবার পারিবারিক কলহের জের ধরে আবুল কাশেম ও তার ছেলে রফিকুল ইসলামের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মারধরে রফিকুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৬/ এস আহমেদ