জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে আটক মুদি দোকানিকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (০৬ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে আব্দুল গাফফার (৪০) নামে ওই মুদি দোকানিকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মুদি দোকানি গাফফার ওই ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নেয়। এ সময় তার স্ত্রী বাড়িতে না থাকায় ওই ছাত্রীকে ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে গাফফারকে আটক করে পুলিশে দেয়। পরে শিশুটির বাবা থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৬/ এস আহমেদ