পটুয়াখালীর কলাপাড়ায় নৌকায় ওঠার 'অপরাধে' তিন ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এর মধ্যে নাসির হাওলাদার (২০) কে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
রবিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পটুয়াখালীর সরকারি অনার্স কলেজের ছাত্র নাসির হাওলাদার তার অপর দুই বন্ধু হেলাল ও এনামূলকে নিয়ে বাড়িতে আসে। রবিবার সকালে বন্ধুদের নিয়ে নদীর ঘাটে ভিড়ানো একটি নৌকায় উঠলে প্রতিবেশী বেল্লাল গাজী ও হেল্লাল গাজীর সাথে বাগ-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বৈঠা ও ইট দিয়ে তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
কলাপাড়া থানা ওসি তদন্ত মো. মনিরুজ্জামান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৬/ এস আহমেদ