নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে দুই গৃহবধুকে লাঠিপেটা করে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার কাঞ্চন মায়ারবাড়ী ও গঙ্গানগড় এলাকায় ঘটে এ ঘটনা।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা জেলার লালমোহন এলাকার নুরুল হকের মেয়ে ফরিদা আক্তারের (২৫) সঙ্গে একই এলাকার মৃত্যু আব্দুল খালেক মিয়ার ছেলে কামালের (৩৫) গত ৪ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর থেকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন মায়ার বাড়ি এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করিয়া কাঞ্চন ব্রিজ এলাকায় একটি ভাতের হোটেল দিয়া কোনোরকম সংসার চালিয়ে আসছেন ফরিদা আক্তার। স্বামী কামাল প্রায়ই টাকা পয়সার বাহানা করে ফরিদাকে মারধর করে এবং তিনি আগে দুটি বিয়ে করেছেন। আরও একটি বিয়ে করবে বলে ফরিদাকে জানায়। ফরিদা এ বিয়ের প্রতিবাদ করায় তাকে লাঠিপেটা ও হাতুড়ি পেটা করে রক্তাক্ত জখম করে। আহত ফরিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে।
অপর দিকে, গঙ্গানগড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ হাছেন, জাকির, দিপু, আছিয়া বেগম একই এলাকার গৃহবধু হালিমা বেগমকে হাতুড়ি পেটা করে রক্তাক্ত জখম করে। পরে হালিমাকে বাঁচাতে এগিয়ে এলে তার স্বামী হাসু মিয়া ও কন্যা হোসনে আরা আক্তারকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, পৃথক ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা