'ওসির গালে গালে জুতা মার তালে তালে' স্লোগানে উখিয়া উপজেলা যুবলীগের সভাপতির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা রবিবার সন্ধ্যা ৭ টার দিকে এক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে উত্তেজিত নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে ঘন্টাব্যাপী কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। পরে উখিয়া থানার অফিসার ইনচার্জ যুবলীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করলে রাত ৮টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। তবে কি কারণে এ ঘটনা সৃষ্টি হয়েছে তা স্পষ্ট করে বলেনি কেউ।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তেমন বড় কোন ঘটনা নয়, সামান্য ভুল বুঝাবুঝি নিয়ে যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ উত্তেজিত হয়ে লোকজন নিয়ে সড়ক অবরোধ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। পরে সমঝোতার মাধ্যমে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সিনিয়র সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল। এসময় যুবলীগের নেতাকর্মীরা দাবি করে বলেন, ওসি হাবিবুর রহমান দলীয় নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার করে। বিশেষ করে যুবলীগের নেতাকর্মীরা কোন অভিযোগ নিয়ে থানায় গেলে কোন পাত্তাই দেয় না এই ওসি। উখিয়া থানা থেকে তাকে প্রত্যাহার করা না হলে সড়ক অবরোধসহ আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৬/ এস আহমেদ