যশোরে ১৫০টি বস্তাবন্দি কচ্ছপ উদ্ধার করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার মান্দারতলা বাজার এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ (যশোর) ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের মান্দারতলা বাজার এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে আটটি বস্তায় রক্ষিত প্রায় চার লাখ টাকা মূল্যের ১৫০টি কচ্ছপ উদ্ধার করা হয়।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক ও চোরাচালানীরা পালিয়ে যান বলে জানান তিনি।
এএসপি জাহাঙ্গীর আলম আরো জানান, উদ্ধারকৃত কচ্ছপগুলো যশোর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে পলাতক ট্রাক চালক ও চোরাচালানীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় যশোর কোতয়ালি থানায় মামলা করবে।
বিডি-প্রতিদিন/৭ মার্চ ২০১৬/শরীফ